• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

  স্বর্ণ চুরির ঘটনায়  ৫ জনকে  গ্রেফতার

  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি  :

নগরের সদরঘাট থানাধীন মোগলটুলী কাটা বটগাছ তলা এলাকায় বাসা হইতে চুরি হওয়া স্বর্ণলাংকার'সহ এই পর্যন্ত  গ্রীল কাটা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে সিএমপির সদরঘাট থানা পুলিশ।

ধারাবাহিকভাবে অভিযান সম্পর্কে পুলিশ জানায়, এই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহার ও বাদীর ভাষ্য মতে, জানুয়ারির ২ তারিখ কাটা বটগাছ তলা সামার ইয়াকুব টাওয়ারের ৩য় তলাস্থ  হুরুন নাহার ইসলাম নামে এক জনের বাসার দরজার তালা কেটে রাতে  স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সর্বমোট পনের লক্ষ সত্তর হাজার টাকার মালামাল চুরি হয় ।

এই চুরির ঘটনায় মামলা দায়ের হওয়ার পর সদরঘাট থানা পুলিশের একটি টিম সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় নগরের  ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড় এলাকা থেকে প্রথমে জড়িত মোঃ রিয়াজ প্রকাশ আকাশকে  (২৪)'কে আটক করে এবং তার দেওয়া তথ্য মতে জড়িত  মোঃ রাতুল (২০), মোঃ রাসেল (২০) ও মোঃ ইমরান প্রঃ এমরান (২০)'দের নাম ঠিকানা প্রকাশ করে। আটক হওয়া চোরেদের তথ্য মতে, কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর বখতিয়ার সড়কস্থ মিজান বিল্ডিংয়ের পিছনে ইসমাইল এর কলোনী হতে চুরির মূল হোতা পলাতক আসামি মেহেদীর পিতা আসামী মোঃ আইয়ুব (৪৫) এর ঘরের ভিতর থেকে বিভিন্ন ধরণের সর্বমোট ওজন ৪ ভরি ১২ আনা ৩ রত্বি স্বর্ণ উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই অর্ণব বড়ুয়া জানান, চুরির মূল হোতা আসামী মোঃ মেহেদী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads